আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
২৫- ই'তিকাফ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৯১৫
আন্তর্জাতিক নং: ২০৪৩
১২৭৩. জাহিলিয়্যাতের যুগে ই’তিকাফ করার মান্নত করে পরে ইসলাম কবুল করা।
১৯১৫। উবাইদ ইবনে ইসমাঈল (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) জাহিলিয়্যাতের যুগে মসজিদে হারামে ই’তিকাফ করার মান্নত করেছিলেন। (বর্ণনাকারী) বলেন, আমার মনে হয়, তিনি এক রাতের কথা উল্লেখ করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ তোমার মান্নত পুরা কর।
باب إِذَا نَذَرَ فِي الْجَاهِلِيَّةِ أَنْ يَعْتَكِفَ ثُمَّ أَسْلَمَ
2043 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ نَذَرَ فِي الجَاهِلِيَّةِ أَنْ يَعْتَكِفَ فِي المَسْجِدِ الحَرَامِ - قَالَ: أُرَاهُ قَالَ لَيْلَةً: -، قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ»

তাহকীক: