আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
২৪- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৮১৭
আন্তর্জাতিক নং: ১৯৪১
১২১৬. সফরে রোযা পালন করা বা না করা।
১৮১৭। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে আমরা নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। নবী (ﷺ) এক ব্যক্তিকে বললেনঃ সওয়ারী থেকে নেমে আমার জন্য ছাতু গুলিয়ে আন। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! সূর্য এখনো ডুবেনি। তিনি বললেনঃ সওয়ারী থেকে নামো এবং আমার জন্য ছাতু গুলিয়ে আন। তারপর সে সওয়ারী থেকে নেমে ছাতু গুলিয়ে আনলে তিনি তা পান করলেন এবং হাতের ইশারায় বললেনঃ যখন দেখবে রাত এদিক থেকে ঘনিয়ে আসছে তখন বুঝবে, রোযা পালনকারী ব্যক্তির ইফতারের সময় হয়েছে।
জারীর (রাহঃ) এবং আবু বকর ইবনে আইয়াশ (রাহঃ)......... ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, কোন এক সফরে আমি নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম।
জারীর (রাহঃ) এবং আবু বকর ইবনে আইয়াশ (রাহঃ)......... ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, কোন এক সফরে আমি নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম।
باب الصَّوْمِ فِي السَّفَرِ وَالإِفْطَارِ
1941 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، سَمِعَ ابْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَالَ لِرَجُلٍ: «انْزِلْ فَاجْدَحْ لِي» ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، الشَّمْسُ؟ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لِي» ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ الشَّمْسُ؟ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لِي» ، فَنَزَلَ فَجَدَحَ لَهُ فَشَرِبَ، ثُمَّ رَمَى بِيَدِهِ هَا هُنَا، ثُمَّ قَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ أَقْبَلَ مِنْ هَا هُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ» ، تَابَعَهُ جَرِيرٌ، وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ
হাদীস নং: ১৮১৮
আন্তর্জাতিক নং: ১৯৪২
১২১৬. সফরে রোযা পালন করা বা না করা।
১৮১৮। মুসাদ্দাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, হামযা ইবনে আমর আসলামী (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি ক্রমাগত রোযা পালন করছি।
باب الصَّوْمِ فِي السَّفَرِ وَالإِفْطَارِ
1942 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ: أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ قَالَ: «يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْرُدُ الصَّوْمَ»

তাহকীক:
হাদীস নং: ১৮১৯
আন্তর্জাতিক নং: ১৯৪৩
১২১৬. সফরে রোযা পালন করা বা না করা।
১৮১৯। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহঃ ......... নবী (ﷺ) এর স্ত্রী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, হামযা ইবনে আমর আসলামী (রাযিঃ) অধিক রোযা পালনে অভ্যস্ত ছিলেন। তিনি নবী (ﷺ) কে বললেন, আমি সফরেও কি রোযা পালন করতে পারি? তিনি বললেনঃ ইচ্ছা করলে তুমি রোযা পালন করতে পার, আবার ইচ্ছা করলে নাও করতে পার।
باب الصَّوْمِ فِي السَّفَرِ وَالإِفْطَارِ
1943 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، - زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -: أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَأَصُومُ فِي السَّفَرِ؟ - [ص:34] وَكَانَ كَثِيرَ الصِّيَامِ -، فَقَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»

তাহকীক: