আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫২৯
আন্তর্জাতিক নং: ১৬২৮
১০৩৩. ফজর ও আসরের (নামাযের) পর তাওয়াফ করা।
ইবনে উমর (রাযিঃ) সূর্যোদয়ের পূর্বেই তাওয়াফের দু’ রাক’আত নামায আদায় করে নিতেন। (একবার) উমর (রাযিঃ) ফজরের নামাযের পর তাওয়াফ করে বাহনে আরোহণ করেন এবং তাওয়াফের দু’ রাক’আত নামায যু-তুওয়া (নামক স্থানে) পৌঁছে আদায় করেন।
১৫২৯। হাসান ইবনে উমর বসরী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কিছু লোক ফজরের নামাযের পর বায়তুল্লাহর তাওয়াফ করল। তারপর তারা নসীহতকারীর দিকে (নসীহত শোনার জন্য) বসে গেল। অবশেষে সূর্যোদয় হলে তারা দাঁড়িয়ে (তাওয়াফের) নামায আদায় করল। তখন আয়িশা (রাযিঃ) বললেন, তারা বসে রইল আর যে সময়টিতে নামায আদায় করা মাকরূহ তখন তারা নামাযে দাঁড়িয়ে গেল!
بَابُ الطَّوَافِ بَعْدَ الصُّبْحِ وَالعَصْرِوَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُصَلِّي رَكْعَتَيِ الطَّوَافِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ وَطَافَ عُمَرُ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، فَرَكِبَ حَتَّى صَلَّى الرَّكْعَتَيْنِ بِذِي طُوًى
1628 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ عُمَرَ البَصْرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ نَاسًا طَافُوا بِالْبَيْتِ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، ثُمَّ قَعَدُوا إِلَى المُذَكِّرِ، حَتَّى إِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامُوا يُصَلُّونَ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «قَعَدُوا، حَتَّى إِذَا كَانَتِ السَّاعَةُ الَّتِي تُكْرَهُ فِيهَا الصَّلاَةُ، قَامُوا يُصَلُّونَ»
হাদীস নং: ১৫৩০
আন্তর্জাতিক নং: ১৬২৯
১০৩৩. ফজর ও আসরের (নামাযের) পর তাওয়াফ করা।
১৫৩০। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) থেকে শুনেছি, তিনি সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় নামায আদায় করতে নিষেধ করেছেন।
باب الطَّوَافِ بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ
1629 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَنْهَى عِنِ الصَّلاَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ، وَعِنْدَ غُرُوبِهَا»
হাদীস নং: ১৫৩১
আন্তর্জাতিক নং: ১৬৩০ - ১৬৩১
১০৩৩. ফজর ও আসরের (নামাযের) পর তাওয়াফ করা।
১৫৩১। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আব্দুল আযীয ইবনে রূফাঈ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে ফজরের নামাযের পর তাওয়াফ করতে এবং দু’ রাক’আত (তাওয়াফের) নামায আদায় করতে দেখেছি।
আব্দুল আযীয (রাহঃ) আরও বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে আসরের নামাযের পর দু’ রাক’আত নামায আদায় করতে দেখেছি এবং তিনি বলেছেন আয়িশা (রাযিঃ) তাঁকে বলেছেন, নবী (ﷺ) (আসরের নামাযের পরের) এই দু’ রাক’আত নামায আদায় করা ব্যতীত তাঁর ঘরে প্রবেশ করতেন না।
باب الطَّوَافِ بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ
1630 - حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ـ هُوَ الزَّعْفَرَانِيُّ ـ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، قَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ يَطُوفُ بَعْدَ الْفَجْرِ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ. -
1631 - قَالَ عَبْدُ العَزِيزِ: وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، - وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلَّا صَلَّاهُمَا»