আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
২০- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৩৭৮
আন্তর্জাতিক নং: ১৪৬৩
৯২৭. মুসলিমের উপর তার ঘোড়ার কোন যাকাত নেই।
১৩৭৮। আদম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ মুসলিমের উপর তার ঘোড়া ও গোলামের কোন যাকাত নেই।*
*এখানে জিহাদের ঘোড়ার কথা বলা হয়েছে। ব্যবসার ঘোড়া হলে ব্যবসায়িক সম্পদ হিসেবে যাকাত আসবে। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর মতে বংশ বৃদ্ধির ঘোড়ায় যাকাত ওয়াজিব হবে।
*এখানে জিহাদের ঘোড়ার কথা বলা হয়েছে। ব্যবসার ঘোড়া হলে ব্যবসায়িক সম্পদ হিসেবে যাকাত আসবে। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর মতে বংশ বৃদ্ধির ঘোড়ায় যাকাত ওয়াজিব হবে।
باب لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي فَرَسِهِ صَدَقَةٌ
1463 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عَلَى [ص:121] المُسْلِمِ فِي فَرَسِهِ وَغُلاَمِهِ صَدَقَةٌ»

তাহকীক: