আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২০- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪০৭
আন্তর্জাতিক নং: ১৪৯৪
৯৪৪. সাদ্‌কার প্রকৃতি পরিবর্তন হলে।
১৪০৭। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা আনসারীয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আয়িশা (রাযিঃ) এর নিকট গিয়ে বললেনঃ তোমাদের কাছে (খাওয়ার) কিছু আছে কি? আয়িশা (রাযিঃ) বললেনঃ না, তবে আপনি সাদ্‌কা স্বরূপ নুসায়বাকে বকরীর যে গোশত পাঠিয়েছিলেন, সে তার কিছু পাঠিয়ে দিয়েছিল (তা ছাড়া কিছু নেই)। তখন নবী (ﷺ) বললেনঃ সাদ্‌কা তার যথাস্থানে পৌঁছেছে।
باب إِذَا تَحَوَّلَتِ الصَّدَقَةُ
1494 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ شَيْءٌ؟» فَقَالَتْ: لاَ إِلَّا شَيْءٌ بَعَثَتْ بِهِ إِلَيْنَا نُسَيْبَةُ مِنَ الشَّاةِ الَّتِي بَعَثَتْ بِهَا مِنَ الصَّدَقَةِ، فَقَالَ: «إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪০৮
আন্তর্জাতিক নং: ১৪৯৫
৯৪৪. সাদ্‌কার প্রকৃতি পরিবর্তন হলে।
১৪০৮। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, বারীরা (রাযিঃ) কে সাদকাকৃ্ত গোশতের কিছু রাসূলুল্লাহ (ﷺ) কে দেওয়া হল। তিনি বললেন, তা বারীরার জন্য সাদকা এবং আমাদের জন্য হাদিয়া।
আবু দাউদ (রাহঃ) বলেন যে, শু’বা (রাহঃ) কাতাদা (রাহঃ) সূত্রে আনাস (রাযিঃ) এর মাধ্যমে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
باب إِذَا تَحَوَّلَتِ الصَّدَقَةُ
1495 - حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ» وَقَالَ أَبُو دَاوُدَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ