আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১৯- জানাযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৫৪
আন্তর্জাতিক নং: ১৩৩৫
৮৪৮. জানাযার নামাযে সূরা ফাতিহা তিলাওয়াত করা।
হাসান (রাহঃ) বলেছেন, শিশুর জানাযার নামাযে সূরা ফাতিহা তিলাওয়াত করবে এবং এ দুআ পড়বে اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا হে আল্লাহ্! তাকে আমাদের জন্য অগ্রে প্রেরিত, অগ্রগামী এবং উত্তম বিনিময় সাব্যস্ত করুন।
হাসান (রাহঃ) বলেছেন, শিশুর জানাযার নামাযে সূরা ফাতিহা তিলাওয়াত করবে এবং এ দুআ পড়বে اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا হে আল্লাহ্! তাকে আমাদের জন্য অগ্রে প্রেরিত, অগ্রগামী এবং উত্তম বিনিময় সাব্যস্ত করুন।
১২৫৪। মুহাম্মাদ ইবনে বাশশার ও মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (আব্দুল্লাহ) ইবনে আব্বাস (রাযিঃ) এর পিছনে জানাযার নামায আদায় করলাম। তাতে তিনি সূরা ফাতিহা তিলাওয়াত করলেন এবং (নামায শেষে) বললেন, (আমি এমন করলাম) যাতে সবাই জানতে পারে যে, তা (সূরা ফাতিহা তিলাওয়াত করা) জানাযার নামাযে সুন্নত (একটি পদ্ধতি)।*
*রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল জানাযায় সূরা ফাতিহা পড়েছেন বা পড়তে বলেছেন মর্মে কোন প্রমাণ নেই। ইমাম মালিক (রাহঃ) বলেন, জানাযায় সূরা ফাতিহা তিলাওয়াতের আমল আমাদের শহরে (মদীনা শরীফ) প্রচলিত নেই। হযরত আব্দুর রহমান ইবনে 'আওফ ও ইবনে উমর (রাযিঃ) বলেন, সালাতুল জানাযায় কুরআন মাজীদের কোন অংশ পাঠের বিধান নেই। (তানযীমুল আশতাত শরহে মেশকাত, পৃ: ৫১০)
*রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল জানাযায় সূরা ফাতিহা পড়েছেন বা পড়তে বলেছেন মর্মে কোন প্রমাণ নেই। ইমাম মালিক (রাহঃ) বলেন, জানাযায় সূরা ফাতিহা তিলাওয়াতের আমল আমাদের শহরে (মদীনা শরীফ) প্রচলিত নেই। হযরত আব্দুর রহমান ইবনে 'আওফ ও ইবনে উমর (রাযিঃ) বলেন, সালাতুল জানাযায় কুরআন মাজীদের কোন অংশ পাঠের বিধান নেই। (তানযীমুল আশতাত শরহে মেশকাত, পৃ: ৫১০)
بَابُ قِرَاءَةِ فَاتِحَةِ الكِتَابِ عَلَى الجَنَازَةِ وَقَالَ الحَسَنُ: " يَقْرَأُ عَلَى الطِّفْلِ بِفَاتِحَةِ الكِتَابِ وَيَقُولُ: اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا "
1335 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ طَلْحَةَ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، ح حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ قَالَ: «لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ»