আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১৯- জানাযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১৮১
আন্তর্জাতিক নং: ১২৫৪
৭৯২. বেজোড় সংখ্যায় গোসল দেওয়া মুসতাহাব ।
১১৮১। মুহাম্মাদ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা [যায়নাব (রাযিঃ)] এর ইন্তিকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা তাঁকে তিন, পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবারে কর্পূর বা (তিনি বলেছেন) কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাঁদরখানি আমাদের দিকে দিয়ে বললেনঃ এটি তাঁর ভিতরে কাপড় হিসেবে পরাও।
আইয়ুব (রাহঃ) বলেছেন, হাফসা (রাহঃ) আমাকে মুহাম্মাদ (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনিয়েছেন। তবে তাঁর হাদীসে রয়েছে যে, তাকে বেজোড় সংখ্যায় গোসল দিবে। আরও রয়েছে, তিনবার, পাঁচবার অথবা সাতবার করে। আরো তাতে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ″তোমরা তার ডান দিক থেকে এবং তাঁর উযুর স্থানসমূহ থেকে শুরু করবে।″ তাতে একথাও রয়েছে- (বর্ণনাকারিণী) উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেছেন, আমরা তাঁর চুলগুলি আঁচড়ে তিনটি বেণী করে দিলাম।
আইয়ুব (রাহঃ) বলেছেন, হাফসা (রাহঃ) আমাকে মুহাম্মাদ (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনিয়েছেন। তবে তাঁর হাদীসে রয়েছে যে, তাকে বেজোড় সংখ্যায় গোসল দিবে। আরও রয়েছে, তিনবার, পাঁচবার অথবা সাতবার করে। আরো তাতে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ″তোমরা তার ডান দিক থেকে এবং তাঁর উযুর স্থানসমূহ থেকে শুরু করবে।″ তাতে একথাও রয়েছে- (বর্ণনাকারিণী) উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেছেন, আমরা তাঁর চুলগুলি আঁচড়ে তিনটি বেণী করে দিলাম।
باب مَا يُسْتَحَبُّ أَنْ يُغْسَلَ وِتْرًا
1254 - حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي» ، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» فَقَالَ أَيُّوبُ، وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ، وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ: «اغْسِلْنَهَا وِتْرًا» ، وَكَانَ فِيهِ: «ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا» وَكَانَ فِيهِ أَنَّهُ قَالَ: «ابْدَءُوا بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الوُضُوءِ مِنْهَا» ، وَكَانَ فِيهِ: أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ: وَمَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ