আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

১৬- সিজদায়ে তিলাওয়াতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০১১
আন্তর্জাতিক নং: ১০৭২
৬৮৮. যিনি সিজদার আয়াত তিলাওয়াত করলেন। অথচ সিজদা করলেন না।
১০১১। সুলাইমান ইবনে দাউদ আবু রবী’ (রাহঃ) ......... যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সূরা ওয়ান্ নাজম তিলাওয়াত করেন অথচ এতে সিজদা করেননি।
باب مَنْ قَرَأَ السَّجْدَةَ وَلَمْ يَسْجُدْ
1072 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ أَخْبَرَهُ: أَنَّهُ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَزَعَمَ «أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا»
হাদীস নং: ১০১২
আন্তর্জাতিক নং: ১০৭৩
৬৮৮. যিনি সিজদার আয়াত তিলাওয়াত করলেন। অথচ সিজদা করলেন না।
১০১২। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) ......... যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর সামনে সূরা ওয়ান্ নাজম তিলাওয়াত করলাম। কিন্তু তিনি এতে সিজদা করেননি।
باب مَنْ قَرَأَ السَّجْدَةَ وَلَمْ يَسْجُدْ
1073 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا»