আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১০০৫
আন্তর্জাতিক নং: ১০৬৫ - ১০৬৬
৬৮২. সূর্যগ্রহণের নামাযে সশব্দে কিরাআত পাঠ।
১০০৫। মুহাম্মাদ ইবনে মিহরান (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণের নামাযে তাঁর কিরা’আত সশব্দে পাঠ করেন। কির’আত সমাপ্ত করার পর তাকবীর বলে রুকূ’ করেন। যখন রুকূ’ থেকে মাথা তুললেন, তখন বললেন,سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ তারপর এ গ্রহণ-এর নামাযেই তিনি আবার কিরা’আত পাঠ করেন এবং চার রুকূ’ ও চার সিজদাসহ দু’রাকআত নামায আদায় করেন।
বর্ণনাকারী আওযায়ী (রাহঃ) ও অন্যান্য রাবীগণ বলেন, যুহরী (রাহঃ)-কে উরওয়া (রাহঃ)-এর মাধ্যমে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি একজনকে আসসালাতু জামিয়াতুন বলে ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেন। তারপর তিনি অগ্রসর হন এবং চার রুকূ ও চার সিজদাসহ দু’রাকআত নামায আদায় করেন।
ওয়ালীদ (রাহঃ) বলেন, আমাকে আব্দুর রহমান ইবনে নামির আরো বলেন যে, তিনি ইবনে শিহাব (রাহঃ) থেকে অনুরূপ শুনেছেন। যুহরী (রাহঃ) বলেন, আমি উরওয়া (রাহঃ) কে বললাম, তোমার ভাই আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) এরূপ করেন নি। তিনি যখন মদীনায় গ্রহণ-এর নামায আদায় করেন, তখন ফজরের নামাযের ন্যায় দু’রাকআত নামায আদায় করেন। উরওয়া (রাহঃ) বললেন, হ্যাঁ, তিনি নিয়ম অনুসরণে ভুল করেছেন।
সুলাইমান ইবনে কাসীর (রাহঃ) ও সুফিয়ান ইবনে হুসাইন (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে সশব্দে কিরা’আতের ব্যাপারে ওয়ালীদ (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
বর্ণনাকারী আওযায়ী (রাহঃ) ও অন্যান্য রাবীগণ বলেন, যুহরী (রাহঃ)-কে উরওয়া (রাহঃ)-এর মাধ্যমে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি একজনকে আসসালাতু জামিয়াতুন বলে ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেন। তারপর তিনি অগ্রসর হন এবং চার রুকূ ও চার সিজদাসহ দু’রাকআত নামায আদায় করেন।
ওয়ালীদ (রাহঃ) বলেন, আমাকে আব্দুর রহমান ইবনে নামির আরো বলেন যে, তিনি ইবনে শিহাব (রাহঃ) থেকে অনুরূপ শুনেছেন। যুহরী (রাহঃ) বলেন, আমি উরওয়া (রাহঃ) কে বললাম, তোমার ভাই আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) এরূপ করেন নি। তিনি যখন মদীনায় গ্রহণ-এর নামায আদায় করেন, তখন ফজরের নামাযের ন্যায় দু’রাকআত নামায আদায় করেন। উরওয়া (রাহঃ) বললেন, হ্যাঁ, তিনি নিয়ম অনুসরণে ভুল করেছেন।
সুলাইমান ইবনে কাসীর (রাহঃ) ও সুফিয়ান ইবনে হুসাইন (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে সশব্দে কিরা’আতের ব্যাপারে ওয়ালীদ (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
باب الْجَهْرِ بِالْقِرَاءَةِ فِي الْكُسُوفِ
1065 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ نَمِرٍ، سَمِعَ ابْنَ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، " جَهَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلاَةِ الخُسُوفِ بِقِرَاءَتِهِ، فَإِذَا فَرَغَ مِنْ قِرَاءَتِهِ كَبَّرَ، فَرَكَعَ وَإِذَا رَفَعَ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، ثُمَّ يُعَاوِدُ القِرَاءَةَ فِي صَلاَةِ الكُسُوفِ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ "
1066 - وَقَالَ الأَوْزَاعِيُّ، وَغَيْرُهُ، سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ الشَّمْسَ خَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ مُنَادِيًا: بالصَّلاَةُ جَامِعَةٌ، فَتَقَدَّمَ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَ سَجَدَاتٍ، وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، سَمِعَ ابْنَ شِهَابٍ مِثْلَهُ قَالَ الزُّهْرِيُّ: فَقُلْتُ: " مَا صَنَعَ أَخُوكَ ذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ مَا صَلَّى إِلَّا رَكْعَتَيْنِ مِثْلَ الصُّبْحِ، إِذْ صَلَّى بِالْمَدِينَةِ، قَالَ: أَجَلْ إِنَّهُ أَخْطَأَ السُّنَّةَ " تَابَعَهُ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنِ الزُّهْرِيِّ فِي الجَهْرِ
1066 - وَقَالَ الأَوْزَاعِيُّ، وَغَيْرُهُ، سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ الشَّمْسَ خَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ مُنَادِيًا: بالصَّلاَةُ جَامِعَةٌ، فَتَقَدَّمَ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَ سَجَدَاتٍ، وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، سَمِعَ ابْنَ شِهَابٍ مِثْلَهُ قَالَ الزُّهْرِيُّ: فَقُلْتُ: " مَا صَنَعَ أَخُوكَ ذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ مَا صَلَّى إِلَّا رَكْعَتَيْنِ مِثْلَ الصُّبْحِ، إِذْ صَلَّى بِالْمَدِينَةِ، قَالَ: أَجَلْ إِنَّهُ أَخْطَأَ السُّنَّةَ " تَابَعَهُ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنِ الزُّهْرِيِّ فِي الجَهْرِ

তাহকীক: