আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৭৪
আন্তর্জাতিক নং: ১০৩১
৬৫৬. ইসতিসকায় ইমামের হাত উঠানো।
৯৭৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইসতিসকা ব্যতীত অন্য কোথাও দুআর মধ্যে হাত উঠাতেন না।* তিনি হাত এতটা উপরে উঠাতেন যে, তাঁর বগলের শুভ্রতা দেখা যেত।
*ইসতিসকা ছাড়া অন্যান্য স্থানে নবী (ﷺ) হাত উঠিয়ে দু'আ করতেন, সহীহ হাদীস দ্বারা তা প্রমাণিত। এ স্থলে হাত উঠাতেন না দ্বারা বেশী উর্ধ্বে হাত উঠাতেন না বুঝানো হয়েছে। এ ছাড়া আনাস (রাযিঃ) এর অজানা থাকা অন্যদের অজানাকে আবশ্যক করে না।
*ইসতিসকা ছাড়া অন্যান্য স্থানে নবী (ﷺ) হাত উঠিয়ে দু'আ করতেন, সহীহ হাদীস দ্বারা তা প্রমাণিত। এ স্থলে হাত উঠাতেন না দ্বারা বেশী উর্ধ্বে হাত উঠাতেন না বুঝানো হয়েছে। এ ছাড়া আনাস (রাযিঃ) এর অজানা থাকা অন্যদের অজানাকে আবশ্যক করে না।
باب رَفْعِ الإِمَامِ يَدَهُ فِي الاِسْتِسْقَاءِ
1031 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ، وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ»