আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৭১
আন্তর্জাতিক নং: ১০২৭
৬৫৩. ঈদগাহে ইসতিসকা।
৯৭১। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আব্বাদ ইবনে তামীম (রাহঃ) তাঁর চাচা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইসতিসকার জন্য ঈদগাহর ময়দানে গমন করেন। তিনি কিবলামুখী হলেন, এরপর দু’রাক'আত নামায আদায় করলেন এবং তাঁর চাদর উল্টিয়ে নিলেন।
সুফিয়ান (রাহঃ) বলেন, আবু বকর (রাহঃ) থেকে মাসউদী (রাহঃ) আমাকে বলেছেন, তিনি (চাঁদর পাল্টানোর ব্যাখ্যায়) বলেন, ডান পাশ বাঁ পাশে দিলেন।
সুফিয়ান (রাহঃ) বলেন, আবু বকর (রাহঃ) থেকে মাসউদী (রাহঃ) আমাকে বলেছেন, তিনি (চাঁদর পাল্টানোর ব্যাখ্যায়) বলেন, ডান পাশ বাঁ পাশে দিলেন।
باب الاِسْتِسْقَاءِ فِي الْمُصَلَّى
1027 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ: «خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المُصَلَّى يَسْتَسْقِي وَاسْتَقْبَلَ القِبْلَةَ، فَصَلَّى رَكْعَتَيْنِ، وَقَلَبَ رِدَاءَهُ» قَالَ سُفْيَانُ: فَأَخْبَرَنِي المَسْعُودِيُّ، عَنْ أَبِي بَكْرٍ، قَالَ: «جَعَلَ اليَمِينَ عَلَى الشِّمَالِ»

তাহকীক:

বর্ণনাকারী: