আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৬৮
আন্তর্জাতিক নং: ১০২৪
৬৫০. ইসতিসকায় সশব্দে কিরাআত পাঠ।
৯৬৮। আবু নু’আইম (রাহঃ) ......... আব্বাদ ইবনে তামীম (রাহঃ) তাঁর চাচা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) বৃষ্টির দুআর জন্য বের হলেন, কিবলামুখী হয়ে দুআ করলেন এবং নিজের চাদরখানি উল্টে দিলেন। তারপর দু’রাক'আত নামায আদায় করলেন। তিনি উভয় রাকআতে সশব্দে কিরাআত পাঠ করলেন।
باب الْجَهْرِ بِالْقِرَاءَةِ فِي الاِسْتِسْقَاءِ
1024 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ: «خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَتَوَجَّهَ إِلَى القِبْلَةِ يَدْعُو وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالقِرَاءَةِ»
tahqiq

তাহকীক: