আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১০- জুমআর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৮৯৩
আন্তর্জাতিক নং: ৯৪০
৫৯৫. জুমআর পরে কায়লূলা (দুপুরের শয়ন ও হালকা নিদ্রা) ।
৮৯৩। মুহাম্মাদ ইবনে উকবা শায়বানী (রাহঃ) ......... হুমাইদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রাযিঃ) বলেছেনঃ আমরা জুম’আর উদ্দেশ্যে সকালে বের হতাম, তারপর (নামায শেষে) কায়লূলা করতাম।
باب الْقَائِلَةِ بَعْدَ الْجُمُعَةِ
940 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُقْبَةَ الشَّيْبَانِيُّ الكُوفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: «كُنَّا نُبَكِّرُ إِلَى الجُمُعَةِ، ثُمَّ نَقِيلُ»

তাহকীক:
হাদীস নং: ৮৯৪
আন্তর্জাতিক নং: ৯৪১
৫৯৫. জুমআর পরে কায়লূলা (দুপুরের শয়ন ও হালকা নিদ্রা) ।
৮৯৪। সাঈদ ইবনে আবু মারয়াম (রাহঃ) ......... সাহল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সঙ্গে জুম’আর নামায আদায় করতাম। তারপর হতো কায়লূলা।
باب الْقَائِلَةِ بَعْدَ الْجُمُعَةِ
941 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ [ص:14]: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الجُمُعَةَ، ثُمَّ تَكُونُ القَائِلَةُ»

তাহকীক: