আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭০৪
আন্তর্জাতিক নং: ৭৪০
৪৭৯. নামাযে ডানহাত বামহাতের উপর রাখা।
৭০৪। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকদের নির্দেশ দেওয়া হত যে, নামাযে প্রত্যেকে ডানহাত বামহাতের কবজির উপর রাখবে। আবু হাযিম (রাহঃ) বলেন, সাহল (রাযিঃ) এ হাদীসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করতেন বলেই জানি।
ইসমাঈল (রাহঃ) বলেন, এ হাদীসটি নবী (ﷺ) থেকেই বর্ণনা করা হত। তবে তিনি এরূপ বলেন নি যে, সাহল (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করতেন।
ইসমাঈল (রাহঃ) বলেন, এ হাদীসটি নবী (ﷺ) থেকেই বর্ণনা করা হত। তবে তিনি এরূপ বলেন নি যে, সাহল (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করতেন।
بَابُ وَضْعِ اليُمْنَى عَلَى اليُسْرَى فِي الصَّلاَةِ
740 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ [ص:149]، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ اليَدَ اليُمْنَى عَلَى ذِرَاعِهِ اليُسْرَى فِي الصَّلاَةِ» قَالَ أَبُو حَازِمٍ لاَ أَعْلَمُهُ إِلَّا يَنْمِي ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِسْمَاعِيلُ: يُنْمَى ذَلِكَ وَلَمْ يَقُلْ يَنْمِي