আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৯৯
আন্তর্জাতিক নং: ৭৩৫
৪৭৫. নামায শুরু করার সময় প্রথম তাকবীরের সাথে সাথে উভয় হাত উঠানো।
৬৯৯। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন নামায শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন। আর রুকুতে যাওয়ার জন্য যখন তাকবীর বলতেন এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও অনুরূপভাবে দু’হাত উঠাতেন* এবং سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ও رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলতেন। কিন্তু সিজদার সময় এরূপ করতেন না।

*তাহরীমা বাঁধার তাকবীর দানকালীন হাত উত্তোলন বা 'রাফয়ে' ইয়াদাইন' প্রশ্নে কারো দ্বিমত নেই। তবে রুকূতে যাওয়াকালীন ও রুকু' হতে উঠাকালীন হানাফীগণ হাত উত্তোলন করেন না। এ দু' ক্ষেত্রে তাঁরা কুরআন-হাদীসের অপরাপর দলীল, প্রবীণ সাহাবীগণের বাস্তব আমল, যুগ-পরম্পরায় চলে আসা উরফ’ বা ‘তা'আমুল' ও প্রিয়নবী (ﷺ)-এর ২৩ বছরের নবূওয়াতী জীবনের পূর্বাপরের আমলকে যুক্তির কষ্টি পাথরে যাচাই করে অগ্রগণ্য ও বিলম্বে গণ্যরূপে শ্রেণিবিন্যাস করে, উক্ত দু’ ক্ষেত্রে হাত না উঠানোকে উত্তম মনে করে সেটিকে প্রাধান্য দিয়ে থাকেন। উদাহরণত উল্লেখ করা যেতে পারে- “হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি কি তোমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামাযের মত নামায আদায় করবো না ? অতঃপর তিনি নামায আদায় করলেন এবং তাতে প্রথমবার ছাড়া আর কখনো হাত তুললেন না।” ( তিরমিযী : হাদীস নং ২৫৭; আবু দাউদ : ৭৪৮; নাসাঈ : ১০৫৮; বিস্তারিত দ্রষ্টব্য : মূল আরবী সংস্করণ বুখারী : খ-১, পৃ-১০২-এর ১ নং টীকা; তিরমিযী : খ-১, পৃ-৫৯ এবং তাহাভী শরীফ ইত্যাদি)
باب رَفْعِ الْيَدَيْنِ فِي التَّكْبِيرَةِ الأُولَى مَعَ الاِفْتِتَاحِ سَوَاءً
735 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ: " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ "