আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬০৬
আন্তর্জাতিক নং: ৬৩৪
৪১১. মুয়াযযিন কি আযানের সময় ডানে বামে মুখ ফিরাবেন এবং এদিক সেদিক তাকাতে পারবেন?
বিলাল (রাযিঃ) থেকে উল্লেখ করা হয় যে, তিনি আযানের সময় দু’কানে দুটি আঙ্গুল রাখতেন। তবে ইবনে উমর (রাযিঃ) দু’কানে আঙ্গুল রাখতেন না।
ইবরাহীম (রাহঃ) বলেন, বিনা উযুতে আযান দেয়াতে কোন দোষ নেই।
আতা (রাহঃ) বলেন, (আযানের জন্য) উযু জরুরী এবং সুন্নত।
আয়িশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বক্ষণ আল্লাহর যিক্র করতেন।
বিলাল (রাযিঃ) থেকে উল্লেখ করা হয় যে, তিনি আযানের সময় দু’কানে দুটি আঙ্গুল রাখতেন। তবে ইবনে উমর (রাযিঃ) দু’কানে আঙ্গুল রাখতেন না।
ইবরাহীম (রাহঃ) বলেন, বিনা উযুতে আযান দেয়াতে কোন দোষ নেই।
আতা (রাহঃ) বলেন, (আযানের জন্য) উযু জরুরী এবং সুন্নত।
আয়িশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বক্ষণ আল্লাহর যিক্র করতেন।
৬০৬। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বিলাল (রাযিঃ) কে আযান দিতে দেখেছেন। (এরপর তিনি বলেন) তাই আমি তাঁর (বিলালের) ন্যায় আযানের মাঝে মুখ এদিক সেদিক (ডানে-বামে) ফিরাই।
بَابٌ: هَلْ يَتَتَبَّعُ المُؤَذِّنُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا، وَهَلْ يَلْتَفِتُ فِي الأَذَانِ وَيُذْكَرُ عَنْ بِلاَلٍ: «أَنَّهُ جَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ» وَكَانَ ابْنُ عُمَرَ: «لاَ يَجْعَلُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ» وَقَالَ إِبْرَاهِيمُ: «لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ» وَقَالَ عَطَاءٌ: «الوُضُوءُ حَقٌّ وَسُنَّةٌ» وَقَالَتْ عَائِشَةُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ»
634 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّهُ رَأَى بِلاَلًا يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَهُنَا بِالأَذَانِ»