আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৮০
আন্তর্জাতিক নং: ৬০৭
৩৯৫। কাদ কামাতিস সালাতু ব্যতিত ইকামতের শব্দগুলো একবার করে বলা।
৫৮০। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল (রাযিঃ)-কে আযানের বাক্যগুলো দু’ দু’বার এবং ইকামতের শব্দগুলো বেজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়।
ইসমাঈল (রাহঃ) বলেন, আমি এ হাদীস আইয়ুবের নিকট বর্ণনা করলে তিনি বলেন, তবে ‘কাদকামাতিস সালাতু’ ব্যতীত।*

*যে হাদীসে- বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়দ (রাযিঃ)-কে আযানের বাক্যগুলো স্বপ্নে দেখানো হয়েছিল, খোদ তাতেই আযানের অনূরূপ ইকামতের শব্দগুলো-ও দু' দু’বার বর্ণিত হয়েছে।
باب الإِقَامَةُ وَاحِدَةٌ، إِلاَّ قَوْلَهُ قَدْ قَامَتِ الصَّلاَةُ
607 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ» قَالَ إِسْمَاعِيلُ: فَذَكَرْتُ لِأَيُّوبَ، فَقَالَ: «إِلَّا الإِقَامَةَ»