প্রবন্ধ
ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন,
“তুমি কখনোই সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। বরং, তুমি তোমার ও আল্লাহর মধ্যকার সম্পর্ক পরিশুদ্ধ কর এবং মানুষের (মানুষ কি বলবে/ভাববে?) ব্যাপারে চিন্তিত হয়ো না।”
(ইমাম বায়হাকী'র কিতাবুয যুহদ, ১৮১)
ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন,
“সত্যবাদী ব্যক্তি কখনও সৃষ্টির চোখে তার মর্যাদা নিয়ে চিন্তিত হয় না।”
(মাদারিজুস সালিকীন, ২/২৮৯)
দ্বীন নাকি দুনিয়া?
যদি কখনও দুনিয়া ও দ্বীনের কল্যাণ লাভের মধ্যে বিরোধ দেখা দেয়, তাহলে দ্বীনের কল্যাণকে প্রাধান্য দাও। কারণ দ্বীন ঠিক থাকলে দুনিয়াও ঠিক থাকবে। আর দুনিয়াকে ঠিক রাখতে গিয়ে দ্বীনকে নষ্ট করলে দুনিয়াও নষ্ট হয়ে যাবে। (শারহু রিয়াদুস সালেহীন)
“আজকাল অনেক যুবক ব্যায়াম ও ভারোত্তলন করে কিন্তু যখন ফজরের আজান হয় তারা তাদের মাথার উপর থেকে কম্বলটাও সরাতে পারে না।”
“সবচেয়ে গাফিল হল সেই ব্যক্তি যে মুসিবতের সময়েও আল্লাহর দিকে ধাবিত হয় না এবং সবচেয়ে সতর্ক হল সেই ব্যক্তি যে নেয়ামতের সময়েও আল্লাহর দিকে ধাবিত হয় - কারণ অন্তর যদি মৃত না হয় মুসিবত তাকে জাগিয়ে তুলে এবং অন্তর যদি জীবিত না হয় নেয়ামত গাফিলতকে বৃদ্ধি করে।”
একটি ভুলে যাওয়া আমল: বুধবার যোহর ও আসরের মধ্যবর্তী সময়ে দুয়া করা
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই মসজিদে অর্থাৎ মসজিদুল ফাতহে সোমবার, মঙ্গলবার ও বুধবার দুয়া করলেন। বুধবার দুই সালাতের (যোহর ও আসর) মধ্যবর্তী সময়ে তাঁর দুয়া কবুল হল। জাবের (রা.) বলেন, যখনই আমার কোন গুরুত্বপূর্ণ ও কঠিন কাজ উপস্থিত হয়েছে তখনই আমি উক্ত সময়ে প্রার্থনার ইচ্ছা করেছি এবং বুধবার দুই সালাতের মধ্যবর্তী এই সময়ে দোয়া করেছি। আর তা যে কবুল হয়েছে তাও বুঝতে পেরেছি।
(মুসনাদে আহমাদ ৩/৩৩২, আদাবুল মুফরাদ ৭২৫)
আল্লামা মুনযিরী (রাহিমাহুল্লাহ) এই হাদিসের সনদকে ‘যাইয়্যিদ’ বলেছেন। শাইখ আলবানী (রাহিমাহুল্লাহ) ‘হাসান’ বলেছেন।
ইমাম ইবন তায়মিয়্যাহ (রাহিমাহুল্লাহ) তার “ইক্তিদা সিরাতাল মুস্তাকিম” কিতাবে এই হাদিসের উপর অনেক সালাফদের আমলের কথা উল্লেখ করেছেন।
“আদবের দ্বারা ইলমের বুঝ আসে, ইলমের দ্বারা আমল সহীহ হয়, আমলের দ্বারা হিকমাহ লাভ হয়, হিকমাহ'র দ্বারা যুহদের বুঝ আসে ও তাওফীক হয়, যুহদের দ্বারা দুনিয়া পরিত্যাগ করা হয়, দুনিয়া পরিত্যাগের দ্বারা আখিরাত কামনা করা হয়, আর আখিরাত কামনার দ্বারা পরাক্রমশালী ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।”
(ইকতিদা ইলম ওয়াল আমল, খতীব বাগদাদী রাহিমাহুল্লাহ, ৩১)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সালাফে সালিহিনদের আমল
...
মাওলানা আইনুল হক ক্বাসেমি
১০ নভেম্বর, ২০২৪
৩৭৯৫ বার দেখা হয়েছে
ফিরাঊনের লাশ; আমাদের শিক্ষা
...
বিবিধ
১০ নভেম্বর, ২০২৪
২২২৩ বার দেখা হয়েছে
প্রতারণার সাজা
"ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই। এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতার...
শাইখ আহমাদুল্লাহ
৮ নভেম্বর, ২০২৪
১৭৪৪ বার দেখা হয়েছে
হিফজ সংগ্রাম
...
মুফতী আতীকুল্লাহ
১০ নভেম্বর, ২০২৪
২৫৫৪ বার দেখা হয়েছে
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন