প্রবন্ধ

সালাফের শ্রেষ্ঠত্ব

২৪ জানুয়ারী, ২০২২
১৬৪৫
সালাফে সালেহীন তথা সাহাবা, তাবেয়ীন ও তাবে তাবেয়ীন এই তিন প্রজন্মের শ্রেষ্ঠত্ব কুরআন-সুন্নাহ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত। তবে এই শ্রেষ্ঠত্ব সময়ের হিসেবে নয়, কুরআন-সুন্নাহর ইত্তিবা' হিসেবে। ফলে আবু জাহল, আবু লাহাবরা রাসূলুল্লাহ (সা.) এর যুগে থেকেও কাফের। আব্দুল্লাহ ইবনে সাবা, মা'বাদ জুহানীরা সাহাবীদের সঙ্গে থেকেও যিন্দীক। জা'দ ইবনে দিরহাম, জাহম ইবনে সাফওয়ানরা তাবেয়ীদের সঙ্গে থেকেও সকল গোমরাহীর শিরোমণি হয়ে আছে।
কারণ সালাফের শ্রেষ্ঠত্ব যুগের কারণে নয়; বরং ইত্তিবা' বিল ইহসানের কারণে। তারা 'সালেহীন' হওয়ার কারণে। এখান থেকেই সেই ধারণা খারিজ হয়ে যায়, যারা সালাফে সালেহীনের আনুগত্যের ওপর তাগিদ দেয়াকে বাড়াবাড়ি ও ভুল মনে করে। তাদের কথা, সালাফ করলেই সুন্নত আর না করলে বিদআত এমন নয়। তাদের যুগে কত বিভ্রান্তি ছিল! আল্লাহু আকবার! তাদের যুগের বিভ্রান্তি তো আলোচনার টেবিলের বাইরে। সালাফ মানে তো মা'বাদ জুহানী কিংবা জাহম ইবনে সফওয়ান নয়; সালাফ হলেন হাসান বসরী, আবু হানীফা, মালেক, শাফেয়ী, আহমদ ইবনু হাম্বল, বুখারী মুসলিমরা। তারা ছিলেন সুন্নাহর সবচেয়ে বেশি অনুসারী। বিদআহ থেকে সবচেয়ে দূরে। ফলে সামষ্টিকভাবে তারা যা করেছেন সেগুলোই অনুসরণীয়। তারা যা করেননি সেগুলো বর্জনীয়।
রবীউল আউয়াল, মুহাররম, শা'বান, রমজানসহ বিভিন্ন মাসে বিভিন্ন মুসলিম সমাজে যেসব অনুষ্ঠান প্রচলিত রয়েছে, সেগুলো বৈধ নাকি অবৈধ, সুন্নত নাকি বিদআত সে তর্কে ঢোকারই প্রয়োজন নেই। যারা এগুলো করছে তারা সংখ্যালঘু সালাফী নাকি সংখ্যাগুরু মাযহাবী এগুলোও দেখার প্রয়োজন নেই। আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মাদ, মালেক, শাফেয়ী, সাওরী, ইবনুল মুবারক, আহমদ ইবনু হাম্বলরা এগুলো করেছেন কি না সেটা দেখা জরুরি। তারা যেগুলো করেছেন আমরা সেগুলোই করবো। তারা যেগুলো করেননি আমরা সেগুলো বর্জন করবো। এটাই তিন প্রজন্মের শ্রেষ্ঠত্বের মূলকথা। তারা ছিলেন মুহাম্মাদী বিশ্ববিদ্যালয়ের প্রথম ও শ্রেষ্ঠ তিন প্রজন্ম। ফলে ইবাদতে খোদা ও মুহাব্বতে নবীর যে ভাষা ও পদ্ধতি তারা বুঝেননি, সে ভাষা ও পদ্ধতিতে কোনো কল্যাণ নেই।ইসলামে চলার জন্য এটুকুই যথেষ্ট। এত তর্ক-বিতর্কের সময় কোথায়?

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

কাশফ-কারামতের হাকীকত ও প্রামাণিকতা

...

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী হাফি.
১০ নভেম্বর, ২০২৪
৬০৫৭ বার দেখা হয়েছে

প্রসঙ্গ : আকীদায়ে হায়াতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - ১ম পর্ব

...

মাওলানা তাহমীদুল মাওলা
৮ নভেম্বর, ২০২৪
১০১৪ বার দেখা হয়েছে

হক্ব গ্রহণের এক আদর্শ ও মধ্যপন্থী মাসলাক

...

মাওলানা মীযান হারুন
৬ নভেম্বর, ২০২৪
৯৬৭ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →

মুফতী আবুল হাসান শামসাবাদী

শাইখুল ইসলাম আল্লামা যাহেদ কাউছারী রহঃ

মুফতী আব্দুল হান্নান হাবীব

মুফতী সালমান মানসুরপুরী

শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস দাঃ

আল্লামা আহমাদ মায়মূন

মাওলানা আতাউল্লাহ আব্দুল জলীল

আল্লামা রফী উসমানী রহঃ

মুফতী রশীদ আহমদ লুধিয়ানভী রহ.

মাওলানা নূর আলম খলীল আমিনী

হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রহঃ

হযরতজী মাওলানা ইউসুফ কান্ধলভি রহঃ

মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান

মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন

মাওলানা শাহাদাত সাকিব

আল্লামা ইসহাক ওবায়দী রহঃ

মাওলানা ওমর পালনপুরী

মুফতী আবুল কাসেম নোমানী

হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ)

আল্লামা মানাযির আহসান গিলানী রহঃ