আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৪৫
৬৬৬. সালাতুল কুসূফের জন্য আস-সালাতু জামিআতুন বলে আহবান।
৯৮৮। ইসহাক (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময় যখন সূর্যগ্রহণ হল, তখন (নামাযে সমবেত হওয়ার জন্য) ‘আস-সালাতু জামিআতুন’ বলে আহবান জানানো হল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৯৮৮ | মুসলিম বাংলা