আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১১- যুদ্ধাবস্থায় নামাযের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯৪৩
৫৯৭. পদাতিক বা আরোহী অবস্থায় খাওফের নামায ।
৮৯৬। সাঈদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... নাফি (রাহঃ) সূত্রে ইবনে উমর (রাযিঃ) থেকে মুজাহিদ (রাহঃ) এর বর্ণনার মত উল্লেখ করেছেন যে, সৈন্যরা যখন পরস্পর (শত্রুমিত্র) মিলিত হয়ে যায়, তখন দাঁড়িয়ে নামায আদায় করবে। ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) থেকে আরো বলেছেন যে, যদি সৈন্যদের অবস্থা এরচেয়ে গুরুতর হয়ে যায়, তা হলে দাঁড়ানো অবস্থায় এবং আরোহী অবস্থায় নামায আদায় করবে।
