আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং: ৮৫৭
আন্তর্জতিক নং: ৯০৩
পরিচ্ছেদঃ ৫৭০. সূর্য হেলে গেলে জুমআর ওয়াক্ত হয়।
উমর, আলী, নু’মান ইবনে বশীর এবং আমর ইবনে হুরাইস (রাযিঃ) থেকেও অনুরূপ উল্লেখ রয়েছে।
উমর, আলী, নু’মান ইবনে বশীর এবং আমর ইবনে হুরাইস (রাযিঃ) থেকেও অনুরূপ উল্লেখ রয়েছে।
৮৫৭। আবদান (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আমরাহ (রাহঃ) কে জুম'আর দিনে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমরাহ (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বলেছেন যে, লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন। যখন তারা দুপুরের পরে জুমআর জন্য যেতেন তখন সে অবস্থায়ই চলে যেতেন। তাই তাদের বলা হল, যদি তোমরা গোসল করে নিতে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন