আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬১৮
৩৪৭৭. (আল্লাহ তাআলা) বান্দা ও তার অন্তরের মাঝে প্রতিবন্ধক হয়ে যান।
৬১৬৫। আলী ইবনে হাফস ও বিশর ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইবনে সাইয়াদকে একদা বললেনঃ আমি (একটি কথা আমার অন্তকরণে) তোমার জন্য গোপন রেখেছি। সে বললো, তা হচ্ছে (কল্পনার) ধুম্রজাল মাত্র। নবী (ﷺ) বললেনঃ চুপ কর, তুমি তো তোমার তাকদীরকে কখনও অতিক্রম করতে পারবে না। এতদশ্রবণে উমর (রাযিঃ) বললেন, আমাকে অনুমতি দিন আমি তার শিরচ্ছেদ করে দেই। তিনি বললেনঃ রাখ একে, এ যদি তাই হয় তবে তুমি তার ওপর (এ কাজে) সক্ষম হবে না। আর যদি তা না হয়, তাহলে তাকে হত্যা করার মাঝে তোমার জন্য কোন কল্যাণ নেই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন