আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং: ৬১৪৭
আন্তর্জতিক নং: ৬৫৯৯

পরিচ্ছেদঃ ৩৪৬৬. মানুষ যা করবে এ সম্পর্কে আল্লাহ তাআলা সর্বাধিক অবহিত।

৬১৪৭। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, স্বভাবধর্মের (ইসলাম) ওপরই জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতামাতা (পরবর্তীকালে) তাকে ইয়াহুদি বা খৃষ্টান বানিয়ে দেয়। যেমন কোন চতুস্পদ প্রাণী যখন বাচ্চা প্রদান করে তখন কি কানকাটা (ত্রুটিযুক্ত) দেখতে পাও? যতক্ষণ তোমরা তার কান কেটে ক্রটিযুক্ত করে দাও। তখন সাহাবাগণ আরয করলেন, হে আল্লাহর রাসূল! নাবালিগ অবস্থায় যে মৃত্যুবরণ করে তার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেনঃ তারা যা করত এ সম্পর্কে আল্লাহ তা'আলা সর্বাধিক অবহিত।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন