আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৬০৭৪
আন্তর্জতিক নং: ৬৫১৮

পরিচ্ছেদঃ ৩৪৫৪. শিঙ্গায় ফুঁৎকার।

৬০৭৪। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ যখন কিয়ামত হবে তখন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। আর আমিই হব সর্বপ্রথম ব্যক্তি, যে হুশ ফিরে পেয়ে দাঁড়াবো। আর আমি দেখতে পাব যে, মুসা (আলাইহিস সালাম) আরশে আযীমকে ধরে আছেন। মূলতঃ আমি জানিনা যে, তিনি বেহুশদের অন্তর্ভুক্ত কিনা? এ হাদীস আবু সাঈদ খুদরী (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন