আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪০৩
৩৪০৭. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর (যিক্র করার) ফযীলত।
৫৯৬১। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
"আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, সকল প্রশংসা তারই, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান।″ যে ব্যক্তি দৈনিক একশতবার পড়বে, সে দশজন গোলাম আযাদ করার সাওয়াব পাবে। এবং তার জন্য একশটি নেকী লেখা হবে, আর তার একশটি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে এটা তার জন্য রক্ষা কবচে পরিণত হবে। এবং তার চাইতে বেশী ফযীলতওয়ালা আমল আর কারো হবে না, তবে যে ব্যক্তি তার চাইতেও বেশী আমল করবে।
"আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, সকল প্রশংসা তারই, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান।″ যে ব্যক্তি দৈনিক একশতবার পড়বে, সে দশজন গোলাম আযাদ করার সাওয়াব পাবে। এবং তার জন্য একশটি নেকী লেখা হবে, আর তার একশটি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে এটা তার জন্য রক্ষা কবচে পরিণত হবে। এবং তার চাইতে বেশী ফযীলতওয়ালা আমল আর কারো হবে না, তবে যে ব্যক্তি তার চাইতেও বেশী আমল করবে।
