আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৩২
৩৩৬২. আল্লাহ তাআলার বাণীঃ তুমি দুআ করবে ....... (৯ঃ ১০৩)। আর যিনি নিজেকে বাদ দিয়ে কেবল নিজের ভাইয়ের জন্য দুআ করেন।
৫৮৯৩। মুসলিম (রাহঃ) ......... ইবনে আবু আওফা (রাযিঃ) বর্ণনা করেন, যখন কেউ কোন সাদ্‌কা নিয়ে নবী (ﷺ) এর নিকট আসত, তখন তিনি দুআ করতেনঃ ইয়া আল্লাহ! আপনি অমুকের পরিজনের উপর রহমত নাযিল করেন। একবার আমার আব্বা তার কাছে কিছু সাদ্‌কা নিয়ে এলে তিনি বললেনঃ ইয়া আল্লাহ! আপনি আবু আওফার বংশধরের উপর রহমত বর্ষণ করুন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন