আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫৭৬১
আন্তর্জতিক নং: ৬১৯৪

পরিচ্ছেদঃ ৩২৭১. নবীদের (আলাইহিমুস সালাম) নামে যারা নাম রাখেন।
আনাস (রাযিঃ) বলেন, নবী (ﷺ) ইবরাহীম (রাযিঃ) কে চুমু দিয়েছেন অর্থাৎ তাঁর পুত্রকে।

৫৭৬১। ইবনে নুমাইর (রাহঃ) ......... ইসমাঈল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলামঃ আপনি কি নবী (ﷺ) এর পুত্র ইবরাহীম (রাযিঃ) কে দেখেছেন? তিনি বললেনঃ তিনি তো ছোট বেলায়ই মারা গিয়েছেন। যদি নবী (ﷺ) এর পরে কোন নবী হওয়ার বিধান থাকত, তবে তার পুত্র বেঁচে থাকতেন। কিন্ত তার পরে কোন নবী হবেন না।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৫৭৬১ | মুসলিম বাংলা