আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৭২২
আন্তর্জতিক নং: ৬১৫৩
পরিচ্ছেদঃ ৩২৫৩. কবিতার মাধ্যমে মুশরিকদের নিন্দা করা।
৫৭২২। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... বারা' (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) হাসসান (রাযিঃ) কে বললেনঃ তুমি কাফিরদের নিন্দা করো। জিবরাঈল (আলাইহিস সালাম) তোমার সাথে আছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন