আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫৬৭
আন্তর্জতিক নং: ৫৯৪

পরিচ্ছেদঃ ৩৮৫। মেঘলা দিনে শীঘ্র নামায আদায় করা।

৫৬৭। মুআয ইবনে ফাযালা (রাহঃ) ..... আবু মালীহ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক মেঘলা দিনে আমরা বুরাইদা (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি বললেন, শীঘ্র নামায আদায় করে নাও। কেননা, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আসরের নামায ছেড়ে দেয় তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন