আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৬৬৬
আন্তর্জতিক নং: ৬০৯৬
পরিচ্ছেদঃ ৩২৩১. আল্লাহ তাআলার বাণীঃ "হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক" এবং মিথ্যা কথা বলা নিষিদ্ধ প্রসঙ্গে।
৫৬৬৬। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ আমি আজ রাতে (স্বপ্নে) দু’জন লোককে দেখলাম। তারা বললঃ আপনি যে লোকটির গাল চিরে ফেলতে দেখলেন, সে বড় মিথ্যাবাদী। সে এমন মিথ্যা বলত যে, লোকে দুনিয়ার আনাচে কানাচে তা ছড়িয়ে দিত। ফলে, কিয়ামত পর্যন্ত তার সাথে এরূপ ব্যবহার হতে থাকবে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন