আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫৬৫৮
আন্তর্জতিক নং: ৬০৮৭

পরিচ্ছেদঃ ৩২৩০. মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে।

৫৬৫৮। মুসা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি রমযানে (দিনে) আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তিনি বললেনঃ তুমি একটি গোলাম আযাদ করে দাও। সে বলল আমার কোনো গোলাম নেই। তিনি বললেনঃ তাহলে একাধারে দু’মাস রোযা পালন কর। সে বললঃ এতেও আমি সক্ষম নই। নবী (ﷺ) বললেনঃ তবে ষাটজন মিসকীনকে খাবার খাওয়াও। সে বললঃ তারও আমার সামর্থ্য নেই। তখন নবীজীর দরবারে এক ঝুড়ি খেজুর এল।
নবী (ﷺ) বললেনঃ প্রশ্নকারী ব্যক্তিটি কোথায়? এইটি নিয়ে সাদ্‌কা করে দাও। লোকটি বললঃ আমার চেয়ে বেশী অভাবগ্রস্ত আর কে আছে? আল্লাহর কসম! মদীনার উভয় প্রান্তের মধ্যবর্তী স্থলে এমন কোন পরিবার নেই, যে আমাদের চেয়ে বেশী অভাবগ্রস্ত। তখন নবী (ﷺ) এমনভাবে হেসে দিলেন যে, তার চোয়ালের দাঁতগুলো প্রকাশ পেল। এবং তিনি বললেনঃ তাহলে এটা তোমরাই খেয়ে নাও।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন