আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫৬৪
আন্তর্জতিক নং: ৫৯১

পরিচ্ছেদঃ ৩৮৪। আসরের পর কাযা বা অনুরূপ কোন নামায আদায় করা।

৫৬৪। মুসাদ্দাদ (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হে ভাগিনে! নবী (ﷺ) আমার কাছে উপস্থিত থাকার কালে আসরের পরবর্তী দু’রাকআত কখনও ছাড়েননি।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন