আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৫৮
৩১৫১. ছবির উপর বসা অপছন্দনীয়।
৫৫৩৩। কুতায়বা (রাহঃ) ......... রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফিরিশতা প্রবেশ করে না। (এ হাদীসের এক রাবী) বুসর বলেনঃ যায়দ রাঃ একবার অসুস্থ হয়ে পড়লেন। আমরা তার সেবা শুশ্রুষার জন্য গেলাম। তখন তার ঘরের দরজায় ছবিযুক্ত পর্দা দেখতে পেলাম। আমি নবী (ﷺ) এর সহধর্মিনী মায়মুনা (রাযিঃ) এর নিকট প্রতিপালিত উবাইদুল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ছবি সম্পর্কে প্রথম দিনই কি যায়দ আমাদের জানান নি? তখন উবাইদুল্লাহ বললেন, তিনি যখন বলেছিলেন, তখন কি তুমি শুননি যে, কারুকার্য করা কাপড় ব্যতিরেকে?
ইবনে ওয়াহব অন্য সূত্রে আবু তালহা (রাযিঃ) থেকে নবী (ﷺ) এর এ হাদীস বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন