আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৮১
৩১১৬. মহিলাদের হার পরিধান করা, সুগন্ধি ও ফুলের মালা পরা।
৫৪৬১। মুহাম্মাদ ইবনে আরআরা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এক ঈদের দিনে বের হন এবং (ঈদের) দু’রাকআত নামায আদায় করেন। তার আগে এবং পরে আর কোন নফল নামায আদায় করেননি। তারপর তিনি মহিলাদের কাছে আসেন এবং তাদের সাদ্‌কা করার জন্য আদেশ দেন। ফলে মহিলারা তাদের হার ও মালা সাদ্‌কা করতে থাকলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন