আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৬০
আন্তর্জতিক নং: ৫৮৮০

পরিচ্ছেদঃ ৩১১৫. মহিলাদের আংটি পরিধান করা। আয়িশা (রাযিঃ) এর স্বর্ণের কয়েকটি আংটি ছিল।

৫৪৬০। আবু আসিম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর সাথে এক ঈদে উপস্থিত ছিলাম। তিনি খুতবার আগেই নামায আদায় করলেন। আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী) বলেনঃ ইবনে ওয়াহব, ইবনে জুরায়জ থেকে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, এরপর তিনি মহিলাদের কাছে আসেন। তারা (সাদ্‌কা হিসেবে) বিলাল (রাযিঃ) এর কাপড়ে মালা ও আংটি ফেলতে লাগল।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৫৪৬০ | মুসলিম বাংলা