আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৪৪৬
আন্তর্জতিক নং: ৫৮৬৫
পরিচ্ছেদঃ ৩১০৩. স্বর্ণখচিত গুটি।
পরিচ্ছেদঃ ৩১০৪. স্বর্ণের আংটি।
পরিচ্ছেদঃ ৩১০৪. স্বর্ণের আংটি।
৫৪৪৬। মুসাদ্দাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের একটি আংটি ব্যবহার করেন। আংটির মোহর হাতের তালুর দিকে ফিরিয়ে রাখেন। এতে লোকেরা অনুরূপ (আংটি) ব্যবহার করা আরম্ভ করলো। নবী (ﷺ) স্বর্ণের আংটিটি ফেলে দিয়ে চাঁদি বা রৌপ্যের আংটি বানিয়ে নিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন