আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৩৮
আন্তর্জতিক নং: ৫৮৫৬

পরিচ্ছেদঃ ৩০৯৯. এক পায়ে জুতা পরে হাঁটবে না।

৫৪৩৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ এক পায়ে জুতা পরে যেন না হাঁটে। হয় উভয় পা সম্পূর্ণ খোলা রাখবে অথবা উভয় পায়ে জুতা পরিধান করবে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন