আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৪৪
৩০৯০. নবী (ﷺ) কী ধরনের পোশাক ও বিছানা গ্রহণ করতেন।
৫৪২৬। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একরাতে রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে জাগলেন। তখন তিনি বলছিলেনঃ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কত যে ফিতনা এরাতে নাযিল হয়েছে, আরও কত যে ধনভাণ্ডার নাযিল হয়েছে। কে আছে এমন, যে এ হুজরাবাসীগণকে ঘুম থেকে জাগিয়ে দেবে। পৃথিবীতে এমন অনেক পোশাক পরিহিতা মহিলা আছে, যারা কিয়ামতের দিন বিবস্ত্র থাকবে। যুহরী (রাহঃ) বলেন, হিন্দ বিনতে হারিসের জামার আস্তিনদ্বয়ে বোতাম লাগান ছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন