আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮১৯
৩০৭৯. কাপড় মুড়ি দিয়ে বসা।
৫৪০২। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ‘মুলামাসা’ ও ‘মুনাবাযা’ ধরনের ক্রয় বিক্রয় থেকে নিষেধ করেছেন এবং দু’সময়ে নামায আদায় করা থেকেও নিষেধ করেছেন অর্থাৎ ফজরের (নামাযের) পর সূর্য উপরে উঠা পর্যন্ত এবং আসরের (নামাযের) পর সূর্যাস্ত পর্যন্ত। আরও নিষেধ করেছেন একটি মাত্র কাপড় এমনভাবে পড়তে, যাতে লজ্জাস্থানের উপরে তার ও আকাশের মাঝখানে আর কিছুই থাকে না। আর তিনি কাপড় মুড়ি দিয়ে বসতে নিষেধ করেছেন।
