আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮১৫
৩০৭৮. কম্বল ও কারুকার্যময় চাঁদর পরিধান করা।
৫৩৯৯। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আয়েশা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তারা উভয়ে বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি তার কারুকার্যময় চাঁদর দ্বারা মুখমণ্ডল ঢেকে রাখেন। যখন তার শ্বাস রুদ্ধ হয়ে আসত, তখন তার মুখ থেকে তা সরিয়ে নিতেন। এমতাবস্থায় তিনি ইরশাদ করেনঃ ইয়াহুদী ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়েছে। তাদের কর্মের কথা উল্লেখ করে তিনি সতর্ক করছিলেন।