আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮০৬
৩০৭৪. পাগড়ীর বর্ণনা।
৫৩৯০। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... সালিমের পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ মুহরিম ব্যক্তি জামা, পাগড়ী, পায়জামা ও টুপি পরতে পরবে না। যাফরান ও ওয়ারস দ্বারা রং করা কাপড়ও নয় এবং মোজাও নয়। তবে সে ব্যক্তির জন্য (এ নিষেধ) নয়, যার জুতা নেই। যদি সে জুতা না পায়, তাহলে উভয় মোজার টাখনুর নীচ থেকে কেটে নেবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫৩৯০ | মুসলিম বাংলা