আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৭৯৪
৩০৬৭. জামা পরিধান করা।
এবং ইউসুফ (আলাইহিস সালাম) এর ঘটনা বর্ণনায় মহান আল্লাহর বাণীঃ তোমরা আমার এ জামাটি নিয়ে যাও, আর তা আমার পিতার মুখমণ্ডলে রাখ, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন।
৫৩৭৯। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ! মুহরিম ব্যক্তি কী কাপড় পরিধান করবে? নবী (ﷺ) বললেনঃ মুহরিম জামা, পায়জামা, টুপি এবং মোজা পরবে না। তবে যদি সে জুতা সংগ্রহ করতে না পারে, তা হলে টাখনুর নীচ পর্যন্ত (মোজা) পরতে পারবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন