আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫২৩
আন্তর্জতিক নং: ৫৫১

পরিচ্ছেদঃ ৩৬৩। আসরের ওয়াক্ত

৫২৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আসরের নামায আদায় করতাম, তারপর আমাদের কোন গমনকারী কুবার দিকে যেত এবং সূর্য যথেষ্ট উপরে থাকতেই সে তাদের কাছে পৌঁছে যেত।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন