আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
হাদীস নং: ৫২১২
আন্তর্জতিক নং: ৫৬১৪
পরিচ্ছেদঃ ২৯৬৪. মিষ্টি দ্রব্য ও মধু পান করা।
যুহরী (রাহঃ) বলেছেন, ভীষণ মারাত্মক অবস্থার সৃষ্টি হলেও মানুষের পেশাব পান করা হালাল নয়। কেননা পেশাব অপবিত্র। আল্লাহ তা‘আলা ইরশাদঃ ““তোমাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র জিনিস।”
ইবনে মাস‘উদ (রাযিঃ) নেশাদ্রব্য সম্পর্কে বলেছেনঃ আল্লাহ তোমাদের উপর যে সকল জিনিস হারাম করেছেন তাতে তোমাদের জন্য কোন নিরাময় রাখেন নি।
যুহরী (রাহঃ) বলেছেন, ভীষণ মারাত্মক অবস্থার সৃষ্টি হলেও মানুষের পেশাব পান করা হালাল নয়। কেননা পেশাব অপবিত্র। আল্লাহ তা‘আলা ইরশাদঃ ““তোমাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র জিনিস।”
ইবনে মাস‘উদ (রাযিঃ) নেশাদ্রব্য সম্পর্কে বলেছেনঃ আল্লাহ তোমাদের উপর যে সকল জিনিস হারাম করেছেন তাতে তোমাদের জন্য কোন নিরাময় রাখেন নি।
৫২১২। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) -এর নিকট সবচেয়ে পছন্দনীয় জিনিস ছিল মিষ্টি দ্রব্য ও মধু।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন