আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৬০৮
২৯৬১. দুধ পান করা।
৫২০৭। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম সাদাকা হল উপহার হিসেবে প্রদত্ত দুধেল উঠনী কিংবা দুধেল বকরি। যা সকালে একটি পাত্র ভরে দেবে আর বিকালে আরেকটি পাত্র।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন