আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৯৩
২৯৫৭. বিভিন্ন ধরনের বর্তন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নবী করীম (ﷺ) -এর পক্ষ থেকে পুনঃঅনুমতি প্রদান।
৫১৯২। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ ইবনে ‘আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী করীম (ﷺ) -এক ধরনের পাত্রের ব্যবহার নিষিদ্ধ করলেন, তখন নবী করীম (ﷺ) -কে বলা হল, সব মানুষের নিকট তো মাশক মওজুদ নেই। ফলে নবী করীম (ﷺ) তাদের কলসীর জন্য অনুমতি দেন। তবে আলকাতরার প্রলেপ দেওয়া পাত্রের জন্য অনুমতি দেননি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন