আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং: ৫১৯০
আন্তর্জতিক নং: ৫৫৯১

পরিচ্ছেদঃ ২৯৫৬. বড় ও ছোট পাত্রে ‘নাবীয’ তৈরী করা

৫১৯০। কুতায়বা ইবনে সা‘ঈদ (রাহঃ) ......... সাহল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু উসায়দ সা‘ঈদী (রাযিঃ) এসে রাসূলুল্লাহ (ﷺ) -কে তাঁর বিয়ের অনুঠানে দাওয়াত দিলেন। তখন তাঁর স্ত্রী নববধু ছিলেন। তাদের মধ্যে পরিবেশনকারিণী সে নববধু বলেনঃ তোমরা কি জানো আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে কি জিনিস পান করতে দিয়েছিলাম? (তিনি বলেন) আমি রাতেই কয়েকটি খেজুর একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন