আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং: ৫১৮
আন্তর্জতিক নং: ৫৪৫
পরিচ্ছেদঃ ৩৬৩। আসরের ওয়াক্ত
৫১৮। কুতাইবা (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমন সময় আসরের নামায আদায় করেছেন যে, সূর্যরশ্মি তখনো তাঁর ঘরের মধ্যে ছিল, আর ছায়া তখনো তাঁর ঘর থেকে বেরিয়ে পড়েনি।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন