আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৮৮
২৯৫৪. মদ এমন পানীয় দ্রব্য যা বিবেক বিলোপ করে দেয়
৫১৮৭। আহমাদ ইবনে আবু রাজা (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ‘উমর (রাযিঃ) মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিতে গিয়ে বললেনঃ নিশ্চয়ই মদ হারাম সম্পর্কীয় আয়াত নাযিল হয়েছে। আর তা তৈরী হয় পাঁচটি বস্তু থেকে: আঙ্গুর, খেজুর, গম, যব ও মধু। আর খামর (মদ) হল তা, যা বিবেক বিলোপ করে দেয়। আর তিনটি এমন বিষয় আছে যে, আমি চাইছিলাম যেন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে সেগুলো স্পষ্টভাবে বর্ণনা করা পর্যন্ত তিনি যেন আমাদের নিকট হতে বিচ্ছিন্ন না হয়ে যান। বিষয়গুলো হলঃ দাদা এর মীরাস, কালালা এর ব্যাখ্যা এবং সুদের প্রকার সমুহ।
রাবী আবু হাইয়্যান বলেনঃ আমি বললামঃ হে আবু ‘আমর! এক প্রকারের পানীয় জিনিস যা সিন্ধু অঞ্চলে চাউল দিয়ে তৈরী করা হয় তার হুকুম কি? তিনি বললেনঃ সেটি নবী করীম (ﷺ) -এর আমলে ছিল না। কিংবা তিনি বলেছেনঃ সেটি ‘উমর (রাযিঃ) -এর আমলে ছিল না। হাম্মাদ সূত্রে আবু হাইয়্যান থেকে হাজ্জাজ ‘الْعِنَبِ’ এর স্থলে ‘الزَّبِيبَ’ কিসমিস বলেছেন।
রাবী আবু হাইয়্যান বলেনঃ আমি বললামঃ হে আবু ‘আমর! এক প্রকারের পানীয় জিনিস যা সিন্ধু অঞ্চলে চাউল দিয়ে তৈরী করা হয় তার হুকুম কি? তিনি বললেনঃ সেটি নবী করীম (ﷺ) -এর আমলে ছিল না। কিংবা তিনি বলেছেনঃ সেটি ‘উমর (রাযিঃ) -এর আমলে ছিল না। হাম্মাদ সূত্রে আবু হাইয়্যান থেকে হাজ্জাজ ‘الْعِنَبِ’ এর স্থলে ‘الزَّبِيبَ’ কিসমিস বলেছেন।
